ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বিপুল ভারতীয় মেহেদিসহ আটক ২

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০১৯, ১৬:৪৬

বিপুল ভারতীয় মেহেদিসহ আটক ২

সিলেটে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ৪০ হাজার ৩২০ প্যাকেট ভারতীয় মেহেদীসহ দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০ টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বদিকোনা এলাকার সিলেট-ঢাকাগামী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কাকুয়া দিঘিরপাড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবু সাঈদ মিয়া (২৩) এবং লক্ষ্মীপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মনি লাল মজুমদারের ছেলে ঝুটন মজুমদার (২৮)। বর্তমানে তিনি সিলেটের দক্ষিণ সুরমা এলাকার ভুট্টো মিয়ার কলোনিতে বসবাস করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিমটি হুমায়ুন রশিদ চত্বরে অবস্থানকালে চোরাকারবারীদের আসার সংবাদ পায়। তারা ঢাকা সিলেট মহাসড়কের বদিকোনার বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের সামনে অবস্থান নিয়ে সন্দেহজনক গাড়িগুলো তল্লাশি করে।

এসময় ঢাকা মেট্রো ন ১৫-৫৩৫৪ নম্বরের সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ভারতের রাজস্থানে তৈরি ১৪টি বস্তায় থাকা মোট ৪০ হাজার ৩২০ প্যাকেট ভারতীয় মেহেদী জব্দ করেন। যার অনুমানিক মূল্য ২৩ লাখ ১২ হাজার ৮০০ টাকা। তাৎক্ষণিকভাবে চোরাকারবারীরা মালামালের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বলেন, চোরাকারবারীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা (মামলা নং- ২৯) দায়ের করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত