প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ১৭:৩০
ছাদ থেকে পড়ে শিক্ষার্থী মৃত্যু
পুরান ঢাকার স্বামীবাগ করাতিটোলায় ছাদ থেকে পড়ে সাব্বির হোসেন রাফি নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি বিএএফ শাহীন স্কুল ও কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়তেন।
|আরো খবর
গেণ্ডারিয়া থানার ওসি মোহাম্মদ সাজু মিয়া বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে করাতিটোলায় একটি তিন তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন রাফি।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ওই ভবনের নিচ তলাতেই রাফিদের বাসা। তার বাবা ওই ভবনের কেয়ার টেকার।
রাফির চাচা জামাল সরদার হাসপাতালে সাংবাদিকদের বলেন, সকালে দাঁত মাজতে মাজতে ও বাসার ছাদে যায়। ছাদে রেলিং ছিল না। কোনোভাবে সেখান থেকে সে নিচে পড়ে যায়।
ওসি বলেন, ওই ভবনের বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি সাজু মিয়া বলেন, রাফি সব সময় মোবাইল নিয়ে পড়ে থাকত বলে রোববার রাতে বাবা-মা তাকে বকাঝকা করে। এর জের ধরে অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে বলেও আমরা সন্দেহ করছি। তারপরও পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
বাংলাদেশ জার্নাল/আরকে