ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

চাঁদাবাজি মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৯  
আপডেট :
 ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪০

চাঁদাবাজি মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়ায় চাঁদাবাজি মামলাসহ বিভিন্ন অভিযোগে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার হাসানবাগ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দু'জন হলেন, কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমার মিজু (৩৬) ও শহর যুবলীগের আহবায়ক আশরাফুজ্জামান সুজন (৪০)।

পুলিশ জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় শাহীন জোয়ার্দ্দার নামে এক ব্যবসায়ী যুবলীগ নেতা মিজু ও সুজনসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনের নামে চাঁদাবাজির মামলা করেন। এছাড়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অশান্ত করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে মিজুর বিরুদ্ধে।

শনিবার সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় চাঁদাবাজি মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত