ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

হঠাৎ বেনাপোলে কঠোর সতর্কতা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৭

হঠাৎ বেনাপোলে কঠোর সতর্কতা

হঠাৎ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছে। মূলত ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িতরা যাতে কোনোভাবেই দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার সকালে ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষ সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন সকালে বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্ত এলাকা ঘুরে পুলিশ ও বিজিবির বাড়তি সতর্কতা দেখা গেছে। ইমিগ্রেশনে ভারতগামী যাত্রীদের নাম, ঠিকানা যাচাই ও পাসপোর্টের সঙ্গে তাদের ছবি মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়া একাধিক বা জাল পাসপোর্ট যাতে কেউ ব্যবহার করতে না পারেন সেজন্য হাতের ছাপও মিলিয়ে দেখা হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান পাঠান জানান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে তাদের কাছে একটি নির্দেশনা এসেছে। ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত ও সন্দেভাজন ব্যক্তিদের পাশাপাশি ৯ নেপালের নাগরিকরা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে সেজন্য বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া প্রতিদিন নতুন নতুন আরও নামের তালিকা আসছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • পঠিত