ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

মোদি সরকারকে শেখ হাসিনার খোঁচা

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৯, ২০:২৩

মোদি সরকারকে শেখ হাসিনার খোঁচা

ভারতের ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকনমিক সামিটে’ যোগ দিতে এসে পেঁয়াজ নিয়ে ভারতের কেন্দ্রীয় মোদি সরকারকে হালকা খোঁচা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা হিন্দিতে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের উদ্দেশে বলেন, পেঁয়াজ নিয়ে একটু সমস্যায় পড়ে গিয়েছি। হঠাৎ করে আপনারা পেঁয়াজ বন্ধ করে দেওয়ায় আমাদের অসুবিধা হয়ে গেছে। এরপর থেকে এরকম কিছু করলে আগে থেকে আমাদের জানিয়ে দেবেন।

কার্যত হাসিনা প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘আমার জানা নেই কেন আপনারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছেন? আমি জানি না, আপনারা কি চান আমরা পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেই?’

পাশাপাশি প্রধানমন্ত্রী আরো বলেন, ‘পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ার পর আমি আমার রাঁধুনিকে পেঁয়াজ দিয়ে রান্না করতে মানা করেছি। কারণ আগে থেকে কোন নোটিশ ছাড়া ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। তাই এমন নির্দেশিকা।’

প্রধানমন্ত্রীর এই কথা শুনে উপস্থিত সকলেই প্রায় হেসে ওঠেন। সেই সঙ্গে পরিস্থিতি শিগগির ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজের রপ্তানি বন্ধ রেখেছে ভারত।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত