ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বাচ্চা ছাড়াই দুধ দিচ্ছে শ্যামলী, মিলছে রোগমুক্তি!

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৯, ১৬:৫২

বাচ্চা ছাড়াই দুধ দিচ্ছে শ্যামলী, মিলছে রোগমুক্তি!

বাচ্চা প্রসব ছাড়াই দৈনিক চার কেজি দুধ দেয় ১৮ মাসের বকনা বাছুর শ্যামলী। এই পোষা বকনার দুধ পান করে রোগ মুক্তি ঘটছে। এরকম খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোর থেকেই শ্যামলীর দুধ নিতে লম্বা লাইন পড়ে যায়। কেউ খালি হাতে, কেউবা বোতল নিয়ে।

বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী গ্রামের এ ঘটনা। বাছুরটি ওই গ্রামের মন্ডল বাড়ির মহানন্দ মণ্ডলের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে মানুষের দীর্ঘ লাইন। আঙ্গিনায় নারী, পুরুষ, শিশুসহ নানান বয়সের হাজারো মানুষ। রয়েছেন ১৫ জন স্বেচ্ছাসেবক।

হ্যান্ড মাইকে বলা হচ্ছে, শৃঙ্খলার সঙ্গে অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যেই শ্যামলী দুধ দেবে।

গ্রামের খুব সাধারণ একজন মানুষ মহানন্দ মণ্ডল। তবে সকালে তার বাড়ির সামনের রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে অটোবাইক, রিকশা, মোটরসাইকেল, মাহিন্দ্রাসহ নানা যানবাহন।

শ্যামলীর মালিক মহানন্দ মণ্ডল বলেন, দুধের বিনিময়ে আমরা কারও কাছ থেকে কোনও পয়সা নেই না। কিন্তু কেউ স্বেচ্ছায় টাকা দিলে আমরা সেটা গ্রহণ করি শ্যামলীর খাবারের জন্য। আর যদি একটু বেশি টাকা দিতো তাহলে শ্যামলীর জন্য একটি ভালো ঘর বানাতে পারতাম।

স্থানীয় বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, দুধ নিতে প্রতিদিন মহানন্দের বাড়িতে হাজার লোক আসে। শৃঙ্খলা রক্ষার জন্য স্থানীয় লোকজন ও চৌকিদাররা সহযোগিতা করছে।

বাগেরহাট শহরের আনছার আলী সরদার, মহিউদ্দিন, নাছিমাসহ আরও কয়েকজন জানালেন দুধ খেয়ে উপকার পাওয়ার কথা।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত