ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

রাজধানীতে প্রাথমিক বিদ্যালয়ে অভিযান, অবৈধভাবে মজুদ সরকারি বই উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ০১:২৭

প্রাথমিক বিদ্যালয়ে ১৬ হাজার সরকারি বই উদ্ধার

রাজধানীর পোস্তগোলার রাজবাড়ী এলাকার ভাষা প্রদীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র‍্যাব-১০ ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির অবৈধভাবে মজুদ প্রায় ১৬ হাজার সরকারি পাঠ্যপুস্তক উদ্ধার করা হয়েছে।

বিদ্যালয়ের দুটি কক্ষে অভিযান চালিয়ে এসব বই উদ্ধার করা হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টা থেকে র‍্যাবের এই অভিযান শুরু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, সরকারি বই বিতরণ না করে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পোস্তগোলার রাজবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সোমবার স্কুলটি থেকে ৩ ভ্যান বই বিক্রি করা হয়। মঙ্গলবারও বইগুলো বিক্রির উদ্দেশ্য বস্তাবন্দি করা হয়েছিলো। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা ও দপ্তরীকে ম্যাজিস্ট্রেট জিঞ্জাসাবাদ করছেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত