ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

যশোরে ডিসেম্বরে চালু হচ্ছে বিদ্যুতের প্রিপেইড মিটার

  কাজী আশরাফুল আজাদ, যশোর

প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৯, ২২:২৬

যশোরে ডিসেম্বরে চালু হচ্ছে বিদ্যুতের প্রিপেইড মিটার

আগামী ডিসেম্বর মাস থেকে প্রিপেইড মিটারের আওতায় আসছে যশোর জেলা। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, যশোর, নড়াইল, মাগুরা, রাজবাড়ি, মাদারিপুর ও ফরিদপুর জেলা ওজোপাডিকোর আওতাভুক্ত। এরমধ্যে প্রথমদফায় যশোরের ৮৬ হাজার গ্রাহক এ মিটার পাবে। এতে গ্রাহক সুবিধা বাড়বে বলে দাবি করছেন ওজোপাডিকো।

বিদ্যুৎ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, প্রতিটি মিটারের মূল্য হবে ৭ হাজার টাকা। বিদ্যুৎ বিভাগ বাকিতে মিটার সরবরাহ করবে। মিটারের মুল্য গ্রহকরা মাসিক ৪০ টাকা হারে পরিশোধ করবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, মিটার লাগানো কার্যক্রমের সাথে সাথে শহরের চিত্রা মোড়ে রিচার্জ সেন্টার চালু হবে। ফলে গ্রাহকদের ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাড়িয়ে থেকে বিদ্যুৎ বিল দিতে হবে না। প্রথম দিকে রিচার্জ সেন্টারে গিয়ে বিল রিচার্জ করলেই হবে। এরপর যাতে গ্রাহকরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে বিল পরিশোধ করতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। এতে গ্রহকের কোনো দুর্ভোগ থাকবে না। রিচার্জ শেষ হয়ে গেলেও ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে। এমনকি ছুটির দিনে রিচার্জ শেষ হলে রিচার্জ সেন্টার খোলার পূর্ব পর্যন্ত বিদ্যুৎ পাবে গ্রাহকরা।

বিদ্যুৎ অফিস জানায়, যশোরে মোট গ্রাহক ৮৬ হাজাররে মধ্যে বিদ্যুৎ বিভাগ-২ এর ৪৪ হাজার ও বিদ্যুৎ বিভাগ-১এর রয়েছে ৪২ হাজার। প্রত্যেক গ্রাহককে প্রিপেইড মিটার বাধ্যতামুলক ভাবে লাগাতে হবে। মিটার লাগনো হলে গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবে। ব্যবহারের পূর্বে রিচার্জ সেন্টারে যেয়ে রিচার্জ করতে হবে। রিচার্জকৃত বিদ্যুৎ গ্রহকরা ব্যবহার করতে পারবে।

প্রকৌশলী রেজাউল করিম আরো জানান, বিল নিয়ে গ্রাহকদের আর কোন অভিযোগ থাকবে না। বিদ্যুৎ বিল বকেয়া রাখার সুযোগও থাকবে না। প্রিপেইড মোবাইল সিমের মতই জেনে বুঝে বিদ্যুৎ ব্যবহার করবেন গ্রহকরা। তাছাড়া বকেয়া বিল আদায়ের জন্য তাগাদা, মাইকিং ও পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে না।

বিদ্যুৎ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম আরো জানান, রাতে রিচার্জ শেষ হওয়ার আগ পর্যন্ত চার থেকে পাঁচবার সিগন্যাল দেবে। ভোর চারটায় যদি মিটারের রিচার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে সকাল ১০ টা পর্যন্ত গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। আর যদি বৃহস্পতিবার রাতে রিচার্জ শেষ হয়ে যায়। সে ক্ষেত্রে ওই গ্রাহক শুক্রবার, শনিবার ও রোববার সকাল ১০ টা অর্থাৎ রিচার্জ সেন্টার খোলা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পাবেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত