ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

ইউপি মেম্বারের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৯, ২০:১৩

ইউপি মেম্বারের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার

যশোরের ঝিকরগাছায় জামাল হোসেন নামে এক ইউপি মেম্বারের বাড়ি থেকে ভিজিএফের ২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইজাজুর রহমান এই চাল উদ্ধার করেন। জামাল হোসেন নাভারণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর ও পাঁচপোতা গ্রামের মৃত হোসেন সরদারের ছেলে।

শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইজাজুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মেম্বর জামাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। বস্তার গায়ে সরকারি খাদ্য অধিদপ্তর লেখা আছে। চাল উদ্ধারের সময় জামাল হোসেন বাড়িতে ছিলেন না। ধারণা করা হচ্ছে চালগুলো ভিজিএফের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) সাধন কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদে জানা যায় মেম্বর জামাল হোসেনের বাড়িতে সরকারি চাল আছে। এতে পুলিশের অভিযানে তার বাড়ি থেকে ২০ বস্তা চাল উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত মঙ্গলবার রাতে বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারের একটি চালের আড়ৎ থেকে ৬৭১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছিল।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত