ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

ভাড়ায় পরীক্ষা, ১০ শিক্ষার্থী বহিস্কার

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯, ১৭:৫৩

ভাড়ায় পরীক্ষা, ১০ শিক্ষার্থী বহিস্কার
প্রতীকী ছবি

ভাড়ায় পরীক্ষার্থী সেজে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় অংশ নেয়ার দায়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১০ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার এসএস সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের বহিস্কার করা হয়।

জানা গেছে, হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভবানীপুর স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ‘ভাড়ায়’ এনে এবতেদায়ি পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে ওই কেন্দ্র থেকে ১০জন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত করা হয় ও তাদের বহিস্কার করা হয় বলে জানান কেন্দ্র সচিব রেজাউল করিম প্রধান জুয়েল।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত