ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

গোপালগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ২০

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৩:২৩

গোপালগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার উলপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উলপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ড সদস্য রাউথখামার গ্রামের রহমত মোল্যা ও ৬ নং ওয়ার্ড সদস্য উলপুর গ্রামের রেজাউল মোল্যার সমর্থকেরা বিলে মাছ ধরতে যায়। এসময় মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

পরে বুধবার সকালে ৯নং ওয়ার্ড সদস্য রহমত মোল্যার ভাই জিলকদসহ কয়েকজন উলপুর বাজারে মাছ বিক্রি করতে গেলে রেজাউল মোল্যার সমর্থকেরা তাদের মারধর করে।

এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংঘর্ষে মারাত্মক আহত ৭ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত