ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

রামগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৭:১৬

রামগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নোয়াখালীর উদ্যোগে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির উপর কৃষকদের নিয়ে শনিবার সকালে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের কচুয়া আহম্মদিয়া ফাজিল মাদ্রাসায় এ কর্মশালা আয়োজন করা হয়।

কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ মহীউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও বৈজ্ঞানিক সহকারী আবুল হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সেবা ও সরবরাহ শাখার পরিচালক ড. বাবু লাল নাগ।

বিশেষ অতিথি ছিলেন কৃষি গবেষণা ইনসিটিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সামছুল আলম, উপ- প্রকল্প পরিচালক ড. আলিমুর রহমান, প্রকল্প পরিচালক ড. মোস্তাফিজুর রহমান তালুকদার প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত