ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সাবেক সংসদ সদস্য আবু হেনা মারা গেছেন

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২০, ১৯:৫৩  
আপডেট :
 ১৪ নভেম্বর ২০২০, ২১:১১

সাবেক সংসদ সদস্য আবু হেনা মারা গেছেন

রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আবু হেনা মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবু হেনার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আবু হেনার ভাতিজা আক্তারুল আলম গণমাধ্যমকে বলেন, করোনায় সংক্রমিত হয়েছিলেন আবু হেনা। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর তার করোনা নেগেটিভ আসলে তিনি বাড়িতে ফেরেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবার তাকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। পরে সেখানেই আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবু হেনার মরদেহ ঢাকা থেকে জন্মস্থান বাগমারায় আনা হবে। আগামীকাল রোববার (১৫ নভেম্বর) বাদ জোহর উপজেলার কাতিলা গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হবে। যুক্তরাষ্ট্রপ্রবাসী তার দুই ছেলে রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আবু হেনা ১৯৯৬ সাল এবং ২০০১ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে বাগমারা থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত