ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

ঝোপের ভেতর অঝোরে কাঁদছিলো শিশুটি

ঝোপের ভেতর অঝোরে কাঁদছিলো শিশুটি
ঝোপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার শিশু, ছবি- প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব এলাকার রাস্তার পাশের ঝোপ থেকে জীবিত অবস্থায় ৫ মাস বয়সী এক ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সদর মডেল থানার এসআই মিজানুর রহমান ও এসআই জয়নালের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়।

এসআই মিজানুর রহমান বাংলাদেশ জার্নালকে বলেন, ‘আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের রাস্তার পাশের ঝোপ থেকে একটি শিশুর কান্নার আওয়াজ শুনতে পান পারভীন আক্তার নামে স্থানীয় এক নারী।’

‘পরে সদর থানা পুলিশকে খবর দিলে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিভাগে শিশুটিকে ভর্তি করানো হয়। বর্তমানে শিশুটি সুস্থ আছে’ বলেও জানান এসআই মিজানুর।

ঝোপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার শিশু, ছবি- প্রতিনিধি

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ওই সড়ক দিয়ে যাওয়ার পথে পারভীন আক্তার নামের ওই মহিলা ও স্থানীয় কয়েকজন লোক ঝোপের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। এরপর ঝোপের ভেতর শিশুটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন বাংলাদেশ জার্নালকে বলেন, ‘শিশুটিকে হাসপাতালের শিশু বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন পর্যন্ত শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি। শিশুটিকে গাইনি ও শিশু কনসালটেন্ট ট্রিটমেন্ট করছে। তবে আগামীকাল আরো পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির অবস্থা বোঝা যাবে।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘যেহেতু শিশুটি অজ্ঞাত তাই উদ্ধারকারি মহিলা পারভীন আক্তারের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতাল ও পুলিশের সহযোগিতায় শিশুটির সব রকমের দেখাশোনা করা হচ্ছে।’

‘শিশুটির পরিবারের খোঁজ পাওয়া গেলে পরবর্তীতে হস্তান্তর করা হবে’ বলেও জানান ওসি আব্দুর রহিম।

আরো পড়ুন

দাফনের আগে নড়ে উঠল মৃত ঘোষিত নবজাতক

দিনদুপুরে ঘুমন্ত মায়ের পাশ থেকে নবজাতক চুরি

ব্যাগের ভেতর নবজাতক: দত্তক নিতে আগ্রহী ৩৫০

বাঁচানো গেলো না সেই নবজাতককে

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত