ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৭ মিনিট আগে
শিরোনাম

কলঙ্কিত শিক্ষকদের একহাত নিলেন মন্ত্রী

  পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০১৯, ১৫:২৭  
আপডেট :
 ১২ জুলাই ২০১৯, ১৬:০৭

কলঙ্কিত শিক্ষকদের একহাত নিলেন মন্ত্রী

বর্তমান সমাজে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। নৈতিকতা ও মূল্যবোধহীন শিক্ষা কোনো শিক্ষা নয়। কুশিক্ষা নিয়ে কোনো জাতি কিছুই করতে পারে না। তাই শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন আনা এখন সময়ের দাবি।

শুক্রবার পিরোজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পিরোজপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আমি অবাক হয়ে যাই যখন শিক্ষক নামের কোনো কলঙ্কিত ব্যক্তির হাতে মাসুম বাচ্চা নিপীড়িত হয়। তখন লজ্জা ও ঘৃণায় মাথা নত হয়ে আসে। এদের রক্ষায় কেউ পাশে দাঁড়াবেন না।’

গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী আরও বলেন, ‘একটি জাতীকে শিক্ষিত জাতি হিসাবে গড়ে তুলতে পারলে তখনই সে জাতির উন্নয়ন সম্ভব। আর সে জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের প্রাথমিক শিক্ষা ব্যাবস্থাকে জাতীয়করণ করেছিলেন। আর তারই কন্যা এদেশের বাকি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেছেন। দেশের স্বধীনতার ৪৮ বছরে আর কোন সরকারই শিক্ষা ব্যাবস্থার এমন উন্নয়ন ঘটাতে পারেনি।’

‘এবারের বাজেটে শিক্ষার জন্য সর্বোচ্চ বাজেট রাখা হয়েছে। দেশ আজ উন্নয়নের রোল মডেল। বিশ্ব আজ বাংলাদেশের উন্নয়ন দেখে প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে। আজ নিজস্ব অর্থায়নে স্থাপিত পদ্মা সেতু প্রায় শেষের পথে, পটুয়াখালীর পায়রা নদীতে পায়রা সেতু তৈরির কাজ চলছে।’

মন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে পিতা-মাতার স্নেহ দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের প্রতি কোন রকম নিষ্ঠুরতা চালাবেন না। শিক্ষকদের মধ্যে আজ নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। যে শিক্ষকদের দেখলে আমার মাথা নত হয়ে যায়, সেই শিক্ষকদের বিরুদ্ধে যখন শুনি কোন অনৈতিক কাজের অভিযোগ তখন নিজেকে খুবই অসহায় মনে হয়।’

বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে সংগঠনের জেলা সভাপতি সুখরঞ্জন বেপারির সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পিরোজপুর পৌর মেয়র ও জেলা আ’লীগ সহসভাপতি মো. হাবিবুর রহমান মালেক, জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মো. কাওছার আলী, জেলা শিক্ষা কর্মকর্তা সুনিল চন্দ্র সেন, পিরোজপুর জেলা কমিটির সাবেক সভাপতি কাজী মুজিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির নেতা মো. মোস্তফা জামান খান, জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মৃধা প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত