ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২ ডেঙ্গু রোগী

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৯, ২১:৩৪

রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২ ডেঙ্গু রোগী

রাজবাড়ীতে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর বিভিন্ন হাসপাতালে নতুন করে আরো ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে জেলার সরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান রোববার দুপুরে এসব তথ্য জানান।

তিনি বলেন, ডেঙ্গুরোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বর্তমানে জেলা সদর ও বিভিন্ন উপজেলা হাসপাতালে ২৯ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সরকারি বিভিন্ন হাসপাতালে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

নতুন যারা ভর্তি হয়েছেন তাদের বেশিরভাগই ঢাকা থেকে জ্বর নিয়ে এসেছেন। তবে রোগীর সংখ্যা বাড়লেও সবাইকে ঠিকমত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

তিনি জানান, এখন পর্যন্ত রাজবাড়ীতে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২৩১ জন। এর মধ্যে ২০২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত