ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

প্রধানমন্ত্রীর উপহার পেলেন উত্তরার ৩০ সাংস্কৃতিককর্মী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২১, ১১:৪১  
আপডেট :
 ১২ মে ২০২১, ১২:১৬

প্রধানমন্ত্রীর উপহার পেলেন উত্তরার ৩০ সাংস্কৃতিককর্মী
ছবি: সংগৃহীত

উত্তরায় অবস্থিত বিভিন্ন সাংস্কৃতিক জোটের ৩০ জন দুস্থ শিল্পীর মাঝে মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছে উত্তরা সম্মিলিত সাংস্কৃতিক জোট।

ত্রাণসামগ্রী ও ঈদ উপহার হিসেবে প্রত্যেককে এক কেজি পোলাওয়ের চাল, এক লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম সেমাই, এক কেজি চিনি, এক কেজি ছোলার ডাল, ৫০০ গ্রাম গুঁড়ো দুধ, ১০ কেজি চাল দেয়া হয়।

এ সময় উত্তরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মিজানুর রহমান বলেন, মনে রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি তাই করোনাকালে আপনাদের সাবধান থাকতে হবে। মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি বরেণ্য সংস্কৃতিজন গোলাম কুদ্দুছের মাধ্যমে এই উপহার সামগ্রী সংগ্রহ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নাট্যজন মাহামুদ সাজ্জাদ, ড. সোলায়মান কবির, হাবিবুল আলম ,শফিউল গনিসহ জোটের নির্বাহী পরিষদের কর্মকর্তারা।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত