ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

বশেমুরবিপ্রবি'র ৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২০, ১৯:৩৬

বশেমুরবিপ্রবি'র ৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক `প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮'র জন্য মনোনীত হয়েছেন তারা।

ইতোমধ্যেই ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত এই শিক্ষার্থীরা হলেন- পরিসংখ্যান বিভাগের মামুনুর রশিদ (প্রাপ্ত পয়েন্ট ৩.৯০), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সোয়েব হাওলাদার (প্রাপ্ত পয়েন্ট ৩.৮৭), সমাজবিজ্ঞান বিভাগের নিপা সরকার (প্রাপ্ত পয়েন্ট ৩.৭৮), ফার্মেসি বিভাগের আরমান আলী (প্রাপ্ত পয়েন্ট ৩.৮৪), ইংরেজি বিভাগের দিলারা খাতুন (প্রাপ্ত পয়েন্ট (৩.৪৯) ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের আফরোজা খানম (৩.৮৯)।

উল্লেখ্য, 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮'র জন্য দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১৭২ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। ২০১৮ সালের পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ফলাফলের ওপর ভিত্তি করে সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্তরা এ পদকের জন্য মনোনীত হয়ে আসছেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত