ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

নতুন বছরে এমপিও কমিটির সভায় আসছে যেসব সিদ্ধান্ত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ১৫:৩৯

নতুন বছরে এমপিও কমিটির সভায় আসছে যেসব সিদ্ধান্ত

চলতি মাসের ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে এমপিও কমিটির সভা। সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

গত কয়েকমাসে যারা শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেন তাদেরকে এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া মামলা-মোকদ্দমার কারণে পেন্ডিং থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত হয়।

জানা যায়, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৩জন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর একজন, মাউশি অধিদপ্তরের নয়টি আঞ্চলিক উপপরিচালকসহ ৩০ জনেরও বেশি কর্মকর্তা অংশ নেবেন।

অধিদপ্তরে অনুষ্ঠিতব্য সভায় এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড বা কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত