ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ঢাবি অ্যালামনাই নিউজ অ্যাওয়ার্ড পেলেন ইবি উপাচার্য

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৪

ঢাবি অ্যালামনাই নিউজ অ্যাওয়ার্ড পেলেন ইবি উপাচার্য

ঢাকা ইউনিভর্সিটি এলামনাই নিউজ অ্যাওয়ার্ড পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। মঙ্গলবার বিকেলে ঢাকাস্থ সরকারী বিজ্ঞান কলেজ মিলনায়তনে তার হাতে এ এওয়ার্ড তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান।

এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, দুদক কমিশনার মোজাম্মেল হক খান, বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান মরতুজা আহমদ, সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

ইবি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘যে কোনো সম্মাননা একজন লেখকের জন্য আনন্দদায়ক। এই পুরষ্কার আমাকে অনূপ্রেরণা যোগাবে।’

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ঢাকা ইউনিভর্সিটি এলামনাই নিউজ অ্যাওয়ার্ডের জন্য চারজন মনোনিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মনোনিতদের মধ্যে বাকি তিনজন হলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান (এমপি), জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন (এমপি) ও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা (এমপি)।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত