ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

এলএলবি পরীক্ষায় নকল, ২৫ পরীক্ষার্থী বহিষ্কার

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৬

এলএলবি পরীক্ষায় নকল, ২৫ পরীক্ষার্থী বহিষ্কার

বরিশাল বিএম কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ১ম বর্ষের পরীক্ষায় নকল করার দায়ে ২৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার সকালে পরীক্ষা চলাকালীন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বহিষ্কার করেন। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও বিএম কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার এ তথ্য নিশ্চিত করেন।

বরিশালে সুষ্ঠুভাবে এলএলবি পরীক্ষা গ্রহণের জন্য জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসনের ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ ও অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস পরীক্ষা তদারকি করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ জানান, পরীক্ষা চলাকালীন সময় নকল করায় ২৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এলএলবি ১ম বর্ষের আগামী পরীক্ষাগুলোও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, শনিবারের পরীক্ষায় মোট ৬৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত