ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

করোনার মধ্যে বড় সুখবর পাচ্ছেন যেসব শিক্ষকরা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২০, ১১:৫৬

করোনার মধ্যে বড় সুখবর পাচ্ছেন যেসব শিক্ষকরা

করোনাভাইরাসের মধ্যে বড় সুখবর পাচ্ছেন এমপিওবঞ্চিত শিক্ষকরা। জানা গেছে, সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান/ব্যবসা শিক্ষা/ইংরেজি/আইসিটি) পদে নিয়োগ প্রাপ্তি এমপিওবঞ্চিত শিক্ষকদের এমপিওভুক্তকরণে ব্যবস্থা নিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

৯ জুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভা শেষে এই নির্দেশনা দেয়া হয়। বুধবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নির্দেশনার মধ্যে রয়েছে- সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান/ব্যবসা শিক্ষা/ইংরেজি/আইসিটি) পদে নিয়োগ প্রাপ্তদের এমপিওভুক্তকরণ বিষয়ে প্রবর্তিত আর্থিক বৎসর অনুসারে এমপিওভুক্তকরণের ব্যবস্থা নিতে হবে। সহকারী শিক্ষক (বাংলা)’র বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপের মাধ্যমে মতামত নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে। সংশ্লিষ্ট মহাপরিচালকবৃন্দ এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত