ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল নিয়ে যা বললেন এনটিআরসিএর চেয়ারম্যান

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২০, ১৬:৪৬

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল নিয়ে যা বললেন এনটিআরসিএর চেয়ারম্যান

প্রাণঘাতী করোনার সংক্রমণের কারণে আটকে গেছে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল। তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মু: আ: আউয়াল হাওলাদার।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, কোভিড-১৯ এর ফলে আমরা কেউ ঠিকমতো অফিসে আসতে পারছি না। সেজন্য ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত অংশের ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। আমরাও চাই দ্রুত ফল প্রকাশ করতে।

এসময় ফল প্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, যারা লিখিত পরীক্ষা দিয়েছেন তাদেরকে বলব আপনারা আর কিছুদিন ধৈর্য ধরুন। আমরা দ্রুতই ফলাফল প্রকাশ করব।

প্রসঙ্গত, গত বছরের ৩০ সেপ্টেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমানারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। প্রিলিমিনারি পরীক্ষায় ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন প্রার্থীর মধ্যে ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হয়েছেন। একই বছরের ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয় ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত