ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ডিপিই মহাপরিচালককে যে নির্দেশনা দিবেন গণশিক্ষা সচিব

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ আগস্ট ২০২০, ০৯:১৭  
আপডেট :
 ০২ আগস্ট ২০২০, ০৯:৫৯

ডিপিই মহাপরিচালককে যে নির্দেশনা দিবেন গণশিক্ষা সচিব

প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে দেশের প্রতিটি জেলায় একজন করে আইসিটি অ্যাম্বাসেডর নিয়োগের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

শুক্রবার রাতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

সিনিয়র সচিব বলেন, তথ্য-প্রযুক্তিতে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে একজন করে আইসিটি অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আমি বলবো এই বিষয়ে জেলা শিক্ষা অফিসারদের সঙ্গে আলাপ করে দ্রুত কাজ করার। এটুআই প্রকল্পের সঙ্গে আলাপ করে বিষয়টি আমরা দেখবো।

আকরাম-আল হোসেনকে ভার্চুয়াল মাধ্যমে সংবর্ধনা ও প্রাথমিক শিক্ষার বর্তমান প্রেক্ষাপট বিষয়ে আলোচনা অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ সংযুক্ত ছিলেন।

এছাড়া বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেমসহ দেশের বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও ওই অনুষ্ঠানে যুক্ত হন।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত