ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

সব বিদ্যালয়ের জন্য মাউশির কড়া নির্দেশনা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২০, ১১:২২

সব বিদ্যালয়ের জন্য মাউশির কড়া নির্দেশনা

মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু শ্রেণি পাঠদান অব্যাহত রাখতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সংসদ টেলিভিশনে ক্লাস সম্প্রচার করছে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের জন্য অনলাইনে শ্রেণি কার্যক্রম পরিচালনা করছে।

এসব কার্যক্রম বাস্তবায়ন কতটুকু হচ্ছে এবং বিদ্যালয়গুলোর সার্বিক অবস্থা বর্তমানে কি ধরণের? এসবকিছু পর্যবেক্ষণের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছে মাউশি।

রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেন।

আদেশে বলা হয়, বার্ষিক ক্যালেন্ডার অনুসরণ করে সুপারভিশন প্রতিবেদন মাউশির একিউএ ইউনিটে ইমেইল করতে হবে। এছাড়া আঞ্চলিক ও জেলা শিক্ষা অফিস তথ্যগুলো যাচাই বাছাই করে সুপারভিশন করা বিদ্যালয়ের তালিকাসহ রিপোর্ট প্রণয়ন ও প্রেরণ করবেন।

বাংলাদেশ জার্নাল/একে/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত