ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ইউজিসির সাবেক সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২১, ০০:১৯  
আপডেট :
 ২৫ জুন ২০২১, ০০:৩৭

ইউজিসির সাবেক সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলীর মৃত্যুতে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ড. মোহাম্মদ আলী বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

প্রফেসর মোহাম্মদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ছিলেন। তিনি ১৯৯০-১৯৯৪ মেয়াদে ইউজিসি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি দেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও পালন করেছেন।

শোক বার্তায় ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রফেসর মোহাম্মদ আলী অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ও বরেণ্য শিক্ষাবিদ ছিলেন। শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে তিনি অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন। তাঁর মৃত্যু দেশের উচ্চশিক্ষার জন্য এক অপূরণীয় ক্ষতি।

ইউজিসি চেয়ারম্যান তাঁর বিদেহী আত্মার মাগফিরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন- চবির সাবেক উপাচার্য ড. মোহাম্মদ আলী আর নেই

একে/আর

  • সর্বশেষ
  • পঠিত