ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

দাওরায়ে হাদিসের ফল প্রকাশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ২১:১৫

দাওরায়ে হাদিসের ফল প্রকাশ
ছবি- সংগৃহীত

২০২১ সালের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (স্নাতকোত্তর সমমান) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার এ ফলাফল প্রকাশ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি আতিল কওমিয়া বাংলাদেশ।

এবার পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ২৫ শতাংশ। পাসের দিক থেকে ছাত্রীদের চেয়ে ছাত্ররা এগিয়ে রয়েছেন। ছাত্রদের পাসের হার ৭৯ দশমিক ৪২ শতাংশ আর ছাত্রীদের পাসের হার ৬৩ দশমিক ৬৩ শতাংশ।

এর আগে গত ১৬ জুন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড -এর স্থায়ী কমিটির সভায় ১১ জুলাই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়। পরে কঠোর বিধিনিষেধের কারণে ফল প্রকাশের তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৮ জুলাই নির্ধারণ করা হয়।

গত ৩ এপ্রিল থেকে সারা দেশে ২২২টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হয়। ১৩টি বিষয়ের পরীক্ষা শেষ হয় ৮ এপ্রিল। পরীক্ষা চলাকালীন কঠোর বিধিনিষেধ থাকায় প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেয় বোর্ড কর্তৃপক্ষ।

সরকার ২০১৮ সালে ১১ এপ্রিল দাওরায়ে হাদিসকে (ইসলামী শিক্ষা ও আরবি) মাস্টার্সের সমমান মর্যাদা দেয়। জাতীয় সংসদের ২০১৮ সালের ৪৮ নম্বর আইনে এ মর্যাদা দেওয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত