ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি আদেশ জারি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ২১:৪৫

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি আদেশ জারি
ফাইল ছবি

দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু দিন দিন বাড়ছেই। বিশেষ করে চলতি মাসজুড়ে করোনায় দাফট ছিলো ভয়াবহ। এমন অবস্থায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ও এর আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীদের জরুরি অফিস আদেশ জারি করেছে ডিপিই।

বুধবার ডিপিই’র জারি করা আদেশে বলা হয়েছে- চলমান করোনা রোগ প্রতিরোধে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলকে করোনার ভ্যাকসিন নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ১১ আগস্টের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

নির্ধারিত সময়ের মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী ভ্যাকসিন গ্রহণ করেছেন, তাদের তালিকা এবং যারা ভ্যাকসিন গ্রহণ করেননি, তাদের তালিকাসহ উভয় তালিকা ১২ আগস্টের মধ্যে অধিদফতরে পাঠাতে অনুরোধ জানানো হলো।

আদেশে বিভাগীয় উপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসার, সকল পিটিআইয়ের সুপারেনটেনডেন্ট, উপজেলা ও থানা রিসোর্স সেন্টারকে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত