ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সশরীরে স্নাতক পরীক্ষা শুরু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩১  
আপডেট :
 ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৭

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সশরীরে স্নাতক পরীক্ষা শুরু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সশরীরে স্নাতক শ্রেণির পরীক্ষা দীর্ঘ দেড় বছর পর স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টায় বিভিন্ন অনুষদের স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এ সময় বিভিন্ন অনুষদের পরীক্ষা হলের কক্ষ পরিদর্শন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের উপস্থিতি ছিল শতভাগ। পরীক্ষার হলে প্রত্যেক শিক্ষার্থীকে মাস্ক পরে ঢোকানো হয়। যাদের মাস্ক ছিল না তাদের জন্য হলে মাস্কের ব্যবস্থা ছিল। হ্যান্ড স্যানিটাইজারেরও ব্যবস্থা ছিল। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের এক সিট পর পর বসানো হয়।

উপাচার্য ড. লুৎফুল হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনে স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। আগামী ৩ অক্টোবর থেকে হল খুলে দেওয়া হবে। এক্ষেত্রে যারা প্রথম ডোজের টিকা নিয়েছেন তারাই হলে ওঠার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, ১৭ অক্টোবর থেকে তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত