ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

এনটিআরসিএ’র হঠাৎ জরুরি বিজ্ঞপ্তি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২২, ১৭:৩৬  
আপডেট :
 ৩১ মে ২০২২, ১৭:৪১

এনটিআরসিএ’র হঠাৎ জরুরি বিজ্ঞপ্তি

ই- রেজিষ্ট্রেশনের সময় সাত দিন বাড়িয়ে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষ (এনটিআরসিএ)। মঙ্গলবার সংস্থাটির যুগ্মসচিব এ.বি.এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে অনলাইনে নতুন ই-রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদ করার জন্য আজ মঙ্গলবার শেষ দিন ছিল। কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে এ সময়সীমা আগামী ৭ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

নির্ধারিত তারিখের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা না হলে পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষকের শূন্য পদের চাহিদা (e-requisition) প্রদান করা সম্ভব হবে না।

বাংলাদেশ জার্নাল/একে/এমএম

  • সর্বশেষ
  • পঠিত