ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৫ মিনিট আগে
শিরোনাম

অধিভুক্তরা ঢাবির যেসব সুবিধা পাচ্ছে না

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ১৩:৩৮  
আপডেট :
 ২০ জানুয়ারি ২০১৮, ১৩:৪৫

অধিভুক্তরা ঢাবির যেসব সুবিধা পাচ্ছে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঢাবির পরিচয়পত্র দেয়া হবে না। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিভুক্ত/উপাদানকল্প শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো পরিচয়পত্র দেয়া হবে না। তারা পূর্বের ন্যায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিচয়পত্র গ্রহণ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন/পরিবহন/স্বাস্থ্যসেবা/পাঠাগার প্রভৃতির কোনটিই ব্যবহার করার সুযোগ নেই উল্লিখিত কলেজ/ইনস্টিউটের শিক্ষার্থীদের। তারা পূর্বের ন্যায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধাদি গ্রহণ করবে। তাদের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম স্ব স্ব কলেজ ক্যাম্পাসে পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুধুমাত্র এ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের জন্যই উন্মুক্ত।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয় সাতটি কলেজ। সেগুলো হচ্ছে -ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত