ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

করোনায় বুয়েটের ক্লাস বন্ধের খবরটি গুজব

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২২, ১৯:৪১

করোনায় বুয়েটের ক্লাস বন্ধের খবরটি গুজব

দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় শ্রেণিকক্ষে পাঠদান স্থগিত করেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ- এমন একটি তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন বুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জার্নালকে তিনি বলেন, ঈদের কারণে বুয়েট ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পিএইচডি প্রোগ্রামের কিছু ক্লাস চলতি সপ্তাহে নেয়া হবে। আমরা শুধুমাত্র এই ক্লাসগুলো অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। করোনার কারণে যে শ্রেণিকক্ষে পাঠদানের কথা বলা হচ্ছে তা একদমই ভুল।

এদিকে, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গেছেন আরও ৪ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ১৮৩ জন।

এসময় সারাদেশে ১৩ হাজার ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৭০ শতাংশ।

বাংলাদেশ জার্নাল/একে/আরকে

  • সর্বশেষ
  • পঠিত