ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

৬ দফা দাবিতে ঢাবি ভিসির কার্যালয় ঘেরাও

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৬  
আপডেট :
 ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৩

৬ দফা দাবিতে ঢাবি ভিসির কার্যালয় ঘেরাও

ঢাকা বিশ্ববিদ্যারয়ের ভিসি কার্যালয় ঘেরাও করেছে প্রগতিশীল ছাত্রজোট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের কেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনে স্থাপনসহ ছয় দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল নিয়ে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবীর বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন আধিপত্য ও দখলদারিত্ব বজায় রেখেছে। এ অবস্থায় হলে ভোটকেন্দ্র হলে তারা নির্বাচনকে প্রভাবিত করবে।

তিনি আরো বলেন, নির্বাচনের আলোচনা শুরু হওয়ার পর থেকে বেশিরভাগ ছাত্র সংগঠন হলের বাইরে ভোটকেন্দ্র করার দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা উপেক্ষা করেছে।

ছাত্রলীগকে বিশেষ সুবিধা দিতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন অগণতান্ত্রিকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন ইকবাল কবীর।

অবিলম্বে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে এসে হলের বাইরে ভোটকেন্দ্র করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত