ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

ছাত্রী র‍্যাগিংয়ের দায়ে ৫ শিক্ষার্থী বহিষ্কার

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৫  
আপডেট :
 ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪০

ছাত্রী র‍্যাগিংয়ের দায়ে ৫ শিক্ষার্থী বহিষ্কার

তিন ছাত্রী র‍্যাগিংয়ের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর সোস্যাল ওয়েলফেয়ার বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (স্নাতক) পাঁচ শিক্ষার্থীকে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশ মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, উক্ত বিভাগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত পাঁচজন শিক্ষার্থী মো. মেহেদী হাসান (রোল ১৭২৮০০৩), মো. মেহেদী হাসান রোমান (রোল ১৭২৮০১৪), সুমাইয়া খাতুন (রোল ১৭২৮০৭৪), আহমেদ জুবাইয়ের সিদ্দিকী (রোল ১৭২৮০২০), মুহিত হাসান (রোল ১৭২৮০১০), একই বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তিকৃত তিনজন ছাত্রী সাকি রেজওয়ানা, (রোল ১৮২৮০৫২), মাহিমা জাহান (রোল ১৮২৮০৭৭), আফসানা হক নিপাকে (রোল ১৮২৮০৭৩) র‍্যাগিং করে।

উল্লেখিত র‍্যাগিং ঘটনার বাস্তবিক তদন্তপূর্বক প্রতিবেদন পেশ করার জন্য উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন উর রশীদ আসকারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডীনকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।

কমিটির অন্যান্য সদস্য হলেন ছাত্র উপদেষ্টা এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান। উক্ত কমিটিকে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত