ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

এরশাদের প্রতি ঘৃণা, কাফনের কাপড় পরে মানববন্ধন

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০১৯, ০৯:৫৮  
আপডেট :
 ১৫ জুলাই ২০১৯, ১০:৩৫

এরশাদের প্রতি ঘৃণা, কাফনের কাপড় পরে মানববন্ধন

স্বৈরশাসক এরশাদের মৃত্যুদিনে প্রতীকী কাফনের কাপড় পরে তার প্রতি ঘৃণা প্রদর্শন করে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মী।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে তারা এই ঘৃণা প্রদর্শন করেন। এই সময় ছাত্র ইউনিয়নের কর্মীদের প্রতীকী কাফনের কাপড় পরে থাকতে দেখা যায়। তাদের কাফনের কাপড়ে লেখা ছিল ‘আমি জয়নাল, এরশাদের স্বাভাবিক মৃত্যু আমার রক্তের সাথে প্রতারণা ’, ‘আমি নূর হোসেন, এরশাদ আমার খুনি’,‘আমি তাজুল ইসলাম, আমার খুনি এরশাদের স্বাভাবিক মৃত্যু চাইনি’,‘আমি দীপালী সাহা, এরশাদ আমার খুনি’, ‘আমি রাউফুন বসুনিয়া, আমার হত্যাকারীর বিচার কই?’ এবং ‘আমি ডা. মিলন, আমার খুনি এরশাদের স্বাভাবিক মৃত্যু আমি চাইনি’।

এরশাদের মৃত্যু দিনে তার প্রতি ঘৃণা প্রদর্শন করে কেন এই কমসূচি জানতে চাইলে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়েজ উল্লাহ বলেন, ‘এরশাদের শাসনামলে তিনি যেসব কুকম করেছেন বিশেষ করে ছাত্র রাজনীতি ধ্বংসের যে অপপ্রচার চালিয়েছেন এবং তার সময়ে বিভিন্ন ছাত্র সংগঠনের যারা শহীদ হয়েছিল তাদের কোন বিচার হয়নি।আমরা কোনভাবেই তার স্বাভাবিক মৃত্যু চাইনি।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারীর বিচার হয়নি পৃথিবীর কোন দেশেই এমন নজির নেই। সেইক্ষেত্রে আমরা দেখেছি, স্বৈরাচার এরশাদকে সামনে এনে তার কুকীর্তিগুলো ঢেকে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি করে গেছে। আমরা চাই না এই সময় তাকে হিরো হিসেবে দেখানো হোক। বরং তার সেই সময়ের কুকীর্তিগুলো সামনে নিয়ে আসা হোক।’

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত