ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৮ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ২১:৩১

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

সারাদেশের ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নে স্কুলগুলোতে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে স্কুলগুলোতে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের।

২০১৯ সালের জেলা প্রশাসক সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সিদ্ধান্তগুলোর মধ্যে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনের নির্দেশনা দেয়া হয়েছে। গত ৩ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়।

গতকাল ১৫ অক্টোবর সারাদেশের ৬৫ হাজার ৫২৭টি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালকদের বলা হয়েছে।

একই সাথে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জানাতে বলা হয়েছে। একই সাথে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তাদেরও জানানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত