ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

হলিউড-বলিউড ছবির সঙ্গে ‘ঢাকা অ্যাটাক’

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২০, ১৭:২০

হলিউড-বলিউড ছবির সঙ্গে ‘ঢাকা অ্যাটাক’
ঢাকা অ্যাটাক

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের জন্য মুভি নাইট ড্রাইভ ইন শো আয়োজন করছে বাংলাদেশের প্রতিষ্ঠান বিডিএম। ইতিমধ্যে বাংলাদেশের ছবি ‘পোড়ামন ২’ ও ‘ডুব’ প্রদর্শন করে সুনাম অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ আয়োজনে যুক্ত হচ্ছে বাংলাদেশের আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’।

১৮ থেকে ২০ ডিসেম্বর মোট তিন রাতের এই বিশেষ আয়োজনে দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’সহ মোট ছয়টি চলচ্চিত্র দেখানো হবে। এরমধ্যে রয়েছে জন ফেবরু পরিচালিত আমেরিকানস কমেডি চলচ্চিত্র ‘ই এল এফ’, ক্যাথি ইয়ান পরিচালিত আমেরিকান চলচ্চিত্র ‘বার্ডস অর প্রে’, জেনিফার ওয়েস্টকোট পরিচালিত কানাডিয়ান কম্পিউটার অ্যানিমেটেড ‘ক্রিসমাস’, হ্যান্স পিটার মোলান্ড পরিচালিত আমেরিকান অ্যাকশন থ্রিলার ‘কোল্ড পারসুট’ এবং রাজকুমার হিরানী পরিচালিত ভারতীয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’।

আরো পড়ুন: করোনা: শুভর নিঃশ্বাস নিতে সমস্যা

বাংলা ড্রাইভ-ইন মুভিজের (বিডিএম) অন্যতম প্রতিষ্ঠাতা ও চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপন বলেন, অস্ট্রেলিয়ান সরকার কর্তৃক আয়োজিত গ্লোবাল এই আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান বিডিএম। আবার একই আসরে হলিউড ও বলিউডের সঙ্গে যুক্ত হচ্ছে ঢালিউডের ছবিও। বাংলাদেশি হিসেবে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত।

আরো পড়ুন: করোনায় আক্রান্ত শুভ-ফারিয়া

বিডিএম-এর আরেক প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়ান আইটি বিশেষজ্ঞ ওয়াহেদ সিদ্দিকী জানান, এই আয়োজনের টিকিট পার্টনার হিসাবে কাজ করছে ক্রেজি টিকিটস নামের আরেকটি বাংলাদেশি প্রতিষ্ঠান।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত