প্রকাশ : ০৮ মার্চ ২০২১, ১৫:২৫
লাইফ সাপোর্টে চিত্রনায়ক শাহীন আলম
ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় নায়ক শাহিন আলম লাইফ সাপোর্টে আছেন। কিডনিজনিত জটিলতা গুরুতর হলে গত সপ্তাহে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। গত ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে আছেন শাহিন আলম।
|আরো খবর
সোমবার দুপুরে ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।
ফেসবুকে তিনি শাহিন আলমের জন্য দোয়া চেয়ে লিখেন, চিত্রনায়ক শাহীন আলম গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার সুস্থতায় সবার দোয়া কামনা করছি।
প্রসঙ্গত, ১৯৮৬ সালের এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শাহিন আলম। এরপর বেশকিছু সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের সঙ্গেও কাজ করেছেন এই চিত্রনায়ক। দুই বাংলায় প্রশংসিত ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাতেও অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।
বাংলাদেশ জার্নাল/এনএইচ