ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সরকারি অনুদানের সিনেমায় নায়িকা হলেন দীঘি

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩১

সরকারি অনুদানের সিনেমায় নায়িকা হলেন দীঘি
সংগৃহীত

জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাস অবলম্বনে নির্মিত সরকারি অনুদানের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। নায়িকা হিসেবে প্রথমবারের মতো সরকারি অনুদানের সিনেমায় দেখা যাবে তাকে।

২০২০-২১ অর্থবছরে অনুদান প্রাপ্ত সিনেমাটি পরিচালনা করছেন আবদুস সামাদ খোকন।

দীঘি বলেন, অনুদানের এই সিনেমায় কাজের ব্যাপারটি আগে থেকেই শিডিউল দেওয়া ছিল। ইমদাদুল হক মিলন স্যারের উপন্যাসের গল্পের নায়িকা হচ্ছি, কাজটি নিয়ে আমি বেশ আগ্রহী।

এদিকে সম্প্রতি শাপলা মিডিয়ার ‘মানব দানব’ সিনেমায় কলকাতার চিত্রনায়ক বনি সেনগুপ্তের বিপরীতে দীঘির নায়িকা হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে এই অভিনেত্রী জানান, অনুদানের সিনেমাটিতে আগেই শিডিউল দেওয়া ছিল তার। তাই শিডিউল না মেলায় ‘মানব দানব’ ছাড়তে হয়েছে তাকে।

পরিচালক আবদুস সামাদ খোকন জানান, ঢাকায় আগামী ১৪ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। দীঘি চূড়ান্ত হলেও এতে তার নায়ক কে হচ্ছেন, সেটা এখনো ঠিক করা হয়নি।

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত