ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

তথ্যচিত্র ‘গোষ্ঠলীলা’র বিশেষ প্রদর্শনী

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৮, ১৫:৫৯

তথ্যচিত্র ‘গোষ্ঠলীলা’র বিশেষ প্রদর্শনী

দরবেশ লবান ফকিরের নবম তিরোধান দিবস উপলক্ষে দ্য স্কুল অব গ্রেট নো’র উদ্যোগে ‘গোষ্ঠলীলা’ তথ্যচিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী সোমবার (২৯ অক্টোবর) সকাল ৭টায় কুষ্টিয়ার দৌলতপুরের খলিশাকুণ্ডি জ্যোতিধামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

‘গোষ্ঠলীলা’ তথ্যচিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রিজিয়া ফকিরানী। ফকির রওশন শাহ্’র সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে থাকবেন ফকির নহির শাহ্।

এছাড়াও তথ্যচিত্র নিয়ে আলোচনা করবেন সতি মা, ফকির পাঞ্জু শাহ, ফকির দেলবার শাহ ও জগৎবন্ধু ঘরনার প্রধানতম সাধুবৃন্দ।

৫১ মিনিটের তথ্যচিত্র ‘গোষ্ঠলীলা’র নিদের্শনা দিয়েছেন গোঁসাই পাহ্‌লভী। চিত্রগ্রহণ করেছেন কল্লোল কর্মকার ও শাহাদাত মিশু। সম্পাদনায় ছিলেন শিহাব রাহমানিয়া।

প্রসঙ্গত, ‘গোষ্ঠলীলা’ তথ্যচিত্রে ফকির লালন সাঁইজীর দর্শনে প্রবেশের গোড়ার কথা ও গুরুত্বপূর্ণ লীলাকীর্তণ তুলে ধরা হয়েছে। এছাড়া গোষ্ঠলীলার প্রাসঙ্গিকতা বিষয়ে কথা বলেছেন লালন শাহ্ ঘরানার অন্যতম সাধুবৃন্দ।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত