ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

রাজাকারের খোঁজে জাহিদ হাসান

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৬:৫২  
আপডেট :
 ১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:০০

রাজাকারের খোঁজে জাহিদ হাসান

আদিত্য আবিদ একজন নাট্য নির্মাতা। তিনি সম্প্রতি এমন একজন রাজাকারের খোঁজ পেয়েছেন, যিনি কিছুদিন হলো একটি স্কুল কমিটির চেয়ারম্যান হয়েছেন এবং স্কুলে জাতীয় সংগীত গাওয়া বন্ধ করে দিয়েছেন!

‘সাপখেলা’ নামের বিশেষ নাটকে উপরোক্ত আদিত্য আবিদ চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান।নাটকের দেখা যাবে, নাট্য নির্মাতা আদিত্য অর্থাৎ জাহিদ হাসান ঘটনাস্থলে গিয়ে সেই রাজাকারের তথ্য উদঘাটন করেন এবং এটি নিয়ে একটি নাটক লেখেন। পরে অনেক চড়াই উৎরাই পেরিয়ে নাটকটি প্রচার করতে সক্ষম হন।

নাটকটিতে জাহিদ হাসানের স্ত্রী ও সহকারী পরিচালকের ভূমিকায় অভিনয় করেন উর্মিলা শ্রাবন্তী কর। এছাড়া অভিনয় করেন শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু, আহসানুল হক মিনু প্রমুখ। ‘সাপখেলা’ নাটকটি পরিচালনা করেছেন নাজমুল হুদা শাপলা এবং রচনা করেছেন মাসুম রেজা।

নাগরিক টেলিভিশনের বিশেষ এই নাটকটি প্রচার হবে আজ (১৬ ডিসেম্বর) রাত ৯টায়।

বাংলাদেশ জার্নাল /এএ

  • সর্বশেষ
  • পঠিত