ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

‘তাদেরকেও পিটিয়ে মারা হোক’

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৯, ১৪:২৩

‘তাদেরকেও পিটিয়ে মারা হোক’

এনআরএস হাসপাতালে কুকুর নিধনের ঘটনাকে কেন্দ্র করে প্রায় বেশ বিতর্ক শুরু হয়েছে। কুকুর ছানা পিটিয়ে মারার প্রতিবাদে রাস্তায় নেমেছেন অনেকেই। এবার সেই কাতারে নাম লিখালেন টালিগঞ্জের অভিনেত্রী মিমি চক্রবর্তীও।

পথে নেমে নয়, নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে ঘটনার প্রতিবাদ করলেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। তিনি বলেন, কুকুর ছানাদের যারা নির্মমভাবে পিটিয়ে মেরেছেন, তাদেরও পিটিয়ে মারা হোক।

শুধু তাই নয়, একজন সেলিব্রিটি হিসেবে তার এই ধরনের কথা বলা একেবারেই উচিত নয়, সেটা তিনি জানেন। কিন্তু এই সময় এর চেয়ে বেশি তিনি আর কিছু বলতে পারছেন না বলেও মন্তব্য করেন মিমি।

টলিউড অভিনেত্রীর পোস্ট ঘিরে ইতিমধ্যেই জোর বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। যদিও এর প্রেক্ষিতে এখনও পাল্টা মুখ খোলেননি মিমি।

এদিকে এনআরএস এ কুকুর নিধনকাণ্ডে জামিন পান অভিযুক্ত ২ ছাত্রী। ২০০০ টাকা রেজিস্টার সিওরিটি ও ২০০০ টাকা লোকাল সিওরিটি দিয়ে জামিন পান তারা।

অন্যদিকে, এনআরএস এ কুকুরমুক্ত ক্যাম্পাসের দাবিতে গেল বুধবার বিকাল থেকেই বিক্ষোভ শুরু করেন সেখানকার নার্সরা।

বাংলাদেশ জার্নাল/ এএ

  • সর্বশেষ
  • পঠিত