ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

‘ফণী’র কবলে ছবির শুটিং ইউনিট, আহত ৪

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০১৯, ১৭:০০  
আপডেট :
 ০৪ মে ২০১৯, ১৭:১৩

‘ফণী’র কবলে ছবির শুটিং ইউনিট, আহত ৪

ঘূর্ণিঝড় ‘ফণী’র কবলে পড়েছে ‘পদ্মাপুরাণ’ ছবির শুটিং ইউনিট। গত ১ এপ্রিল থেকে মানিকগঞ্জে ছবির শুটিং শুরু হলেও দুদিন ধরে তা বন্ধ রয়েছে ‘ফণী’র কারণে।

শনিবার দুপুরে রাশিদ পলাশ বলেন, ‘প্রায় ৮ দিন থেকে এখানে শুটিং করছি। এই লটের শুটিং শেষ হতে এখনো কয়েকদিন বাকি। দুর্যোগপূর্ণ আবহাওয়া ভীষণ বিপদের মধ্যে পড়ে আছি আমরা। ৭৫ জনের শুটিং টিম নিয়ে আটকা পড়ে আছি। তার ভেতর ৪ জন আহত হয়েছেন।’

ছবিটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেত্রী প্রসূন আজাদ বলেন, ‘আমরা চলতি মাসের ১ তারিখ থেকে মানিকগঞ্জে ছবির শুটিং করেছি। এই ছবিতে দর্শক আমাকে একজন মাদক ব্যবসায়ীর চরিত্রে দেখতে পাবে। সুন্দর গুছানো ছিল আমাদের শুটিং। তবে গতকালই ফণী আঘাত হেনেছে আমাদের শুটিংয়ে। গতকাল থেকে আমরা কোনো শুটিং করতে পারছি না। আজ সকাল থেকে এখনো শুটিং করতে পারিনি। আগামী ৭ তারিখ শুটিং শেষ করে আমাদের ঢাকায় ফেরার কথা ছিল। এখন আবহাওয়ার ওপর নির্ভর করছে পুরো বিষয়টি।’

ছবিতে মাদক ব্যবসায়ির চরিত্রে অভিনয় করছেন নায়িকা প্রসূন আজাদ। রাশিদ পলাশ পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন চম্পা, শম্পা রেজা, ডন, শিমুল খান প্রমুখ।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন রায়হান শশী, প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।

বাংলাদেশ জার্নাল /এএ

  • সর্বশেষ
  • পঠিত