ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

কোরবানি নিয়ে যা বললেন পরীমণি

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০১৯, ২৩:৫৩

কোরবানি নিয়ে যা বললেন পরীমণি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০১৬ সালে সর্বপ্রথম বিএফডিসিতে গরু কোরবানি দেয়া শুরু করেছিলেন বর্তমান সময়ের লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। প্রথম বছর একটি গরু দিয়ে পরীর কোরবানি দেয়া শুরু হয়।

এর পরের বছর দুইটি এবং তার পরের বছর তিনটি গরু কোরবানি দেন এই নায়িকা। তারই ধারাবাহিকতা এ বছর চারটি গরু কোরবানি দিয়েছেন পরী।

সোমবার (১২ আগস্ট) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অভ্যন্তরে গরুগুলো কোরবানি দেওয়া হয়। পরীমণি এফডিসিতে নিজে উপস্থিত থেকে শিল্পীদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছেন। পরীমণির এমন ঈদ উদযাপনে খুশি অবহেলিত তার সহকারী শিল্পীরাও।

এ ব্যাপের চিত্রনায়িকা পরীমণি বলেন, ‘কোরবানির ঈদ সবসময় নানু বাড়িতে করতাম। আমি জানতাম না চলচ্চিত্রের অনেক কলাকুশলী এভাবে মানবেতর জীবন-যাপন করেন। জানার পর সিদ্ধান্ত পরিবর্তন করে এফডিসিতে কোরবানি দেই। যারা কোরবানি দিতে পারেননি, তাদের জন্যই এই উদ্যোগ।’

তিনি আরও বলেন, ‘এফডিসিও আমার একটা পরিবার। এই পরিবারে সবার সঙ্গে কোরবানি দিতে পেরে ভালো লাগছে। কাজটি করে আনন্দ পেয়েছি। যতদিন বেঁচে থাকব এফডিসিতে কোরবানি দিব।’

এর আগে, গতকাল রোববার রাতে হাট থেকে গরু কিনে আনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত