ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

নাটোরে কঠোর অবস্থানে পুলিশ

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১৮:৫৪

নাটোরে কঠোর অবস্থানে পুলিশ

নাটোরে সোমবার সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। শহরের মাদরাসা মোড়, স্টেশন বাজার, কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড, নিচাবাজার, ছায়াবানী মোড়সহ বিভিন্ন স্থানে মোটরসাইকেল আরোহীদের থামিয়ে তাদের কাগজ পত্র চেক করা হয় এবং বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়।

এছাড়া কাগজপত্র না থাকায় সে সকল মোটরসাইকলে আটক এবং ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য মামলা দিচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানস্থলের কাছে অসংখ্য মোটরসাইকেল থাকতে দেখা যায়। এছাড়া কাঁচাবাজার, মুদী, ওষুদের দোকান ছাড়া সব দোকান বন্ধ করে দেয়া হয়েছে।

এসময় পুলিশ মাইকিং করে অযথা বাইরে ঘুরাঘুরি না করে সবাইকে বাড়িতে অবস্থানের জন্য অনুরোধ করেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও টহলে রয়েছে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বাংলাদেশ জার্নালকে জানান, সামাজিক বিচ্ছিন্নতা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।

কতগুলো মোটরসাইকেল আটক ও মামলা দায়ের করা হয়েছে এ প্রশ্নের জবাবে ট্রাফিক ইন্সপেক্টর বলেন, আমাদের অভিযান চলছে। ঠিক এই মুহুর্তে প্রকৃত সংখ্যা জানানো সম্ভব হচ্ছেনা।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত