ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

কুড়িগ্রামে জ্বর-শ্বাসকষ্টে নবজাতকের মৃত্যু, নমুনা সংগ্রহ

  কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২০, ০৩:৩৭  
আপডেট :
 ১৮ এপ্রিল ২০২০, ০৩:৫৫

কুড়িগ্রামে জ্বর-শ্বাসকষ্টে নবজাতকের মৃত্যু, নমুনা সংগ্রহ

কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ৮ মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানা পুলিশ বাড়িটি লকডাউন করে দিয়েছে।

খবর পেয়ে করোনা উপসর্গ সন্দেহে গভীর রাতে নিহত শিশু ও তার নানীর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনুর রহমান সরদার নমুনা সংগ্রহের সত্যতা নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের চায়না বাজার পাগলার দরগা গ্রামের হবিবর রহমানের জামাতা নারায়নগঞ্জে চাকুরীর সুবাদে তার কন্যা ও ৮ মাস বয়সি নাতনীকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতো। বৃহস্পতিবার গভীর রাতে শিশুটি জ্বর, কাশি নিয়ে মৃত্যু বরন করে।

শিশুটির বাবা নারায়নগঞ্জে কর্মরত থাকায় এবং ওই বাড়িতে যাতায়াত করায় এলাকাবাসী তার মৃত্যুতে করোনার উপসর্গ রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে অবহিত করেন। পরে গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে শিশুটির নমুনা সংগ্রহ করে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত