ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

বুধবার দিনটি যেমন কাটবে আপনার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৯, ০৬:০৯

বুধবার দিনটি যেমন কাটবে আপনার

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

মেষ রাশি (২১ মার্চ- ২০এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সন্তানের শরীর স্বাস্থ্যর উন্নতি আশা করতে পারেন। রোমান্টিক যোগাযোগে অগ্রগতি হবে। বিদ্যার্থীদের পড়াশোনায় সাফল্য আশা করা যায়। অভিনয় শিল্পীদের কাজের ক্ষেত্রে কিছু ভুল বুঝাবুঝি দেখা দেবে।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি ভূমি আবাসন সংক্রান্ত কাজে সাফল্য লাভের। বহুদিনের লালিত কোনো স্বপ্ন পূরণ হবে। যানবাহন ক্রয় করার সুযোগ পেয়ে যাবেন। বৈদেশিক কাজে কোনো আত্মীয়র সহায়তা পেতে পারেন। পারিবারিক প্রত্যাশা পূরণের সম্ভাবনা। মায়ের সাথে সাংসারিক বিষয় নিয়ে কিছু ভুল বুঝাবুঝি দেখা দেবে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। গার্মেন্টস ব্যবসায়ীরা কোনো ভালো সংবাদ পাবেন। অনলাইন বিক্রেতাদের ভালো কিছু অর্ডার আসবে। সাহিত্যিক ও প্রকাশকদের ভালো কাজের সুযোগ রয়েছে। ছোট ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। প্রতিবেশীর সাহায্য পাবেন। বিকাশ ও রকেট এজেন্টদের কিছু রোজগারের সুযোগ রয়েছে।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্য শুভ। সঞ্চয়ের সুযোগ পাবেন। বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। কোনো সামাজিক বা অফিশিয়াল অনুষ্ঠানে বিশেষ আপ্যায়ণের সুযোগ পাবেন। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ভালো লাভ হবে। বকেয়া টাকা আদায় করতে পারেন।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। আজ কর্মস্থলে ও ব্যবসা ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত সুফল বয়ে আনবে। বেকারদের কর্মলাভের যোগ প্রবল। অসুস্থদের মানসিক ও শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। আজ দাম্পত্য ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। জীবন সাথীর উপর কোনো কারনে ক্ষিপ্ত হতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সময় ব্যয় বহুল হয়ে উঠবে। যন্ত্রপাতি বা যানবাহনের পেছনে বহু অর্থ ব্যয়ের যোগ। প্রবাসীদের দেশে আগমনের সম্ভাবনা। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয়ের সুযোগ রয়েছে। ভ্রমনের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): তুলার জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায় করতে পারবেন। ঠিকাদারি কাজে নুতন ওয়ার্ক অর্ডার লাভের যোগ। বন্ধু বা বড় ভাই বোনের সাহায্য পেতে পারেন। বকেয়া বেতন পাওয়ার সম্ভাবনা। কোনো বন্ধু বা শুভাকাঙ্খীর সাথে অকারনেই ঝামেলায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্ম স্থলে আশানুরুপ অগ্রগতি হবে। সরকারি চাকরিতে পদোন্নতির সুযোগ আসতে পারে। পিতার সাহায্য লাভ। রাজনৈতিক নেতাকর্মীদের পদ পদবী লাভের যোগ বলবান। কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। বেকারদের কর্ম সংক্রান্ত সাক্ষাৎ সফল হবে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভাগ্যের চাকা ঘুড়তে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো পিতৃস্থাণীয় ব্যক্তির সাহায্য পাবেন। উচ্চ শিক্ষা শুভ। বিশ্ব বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অপেক্ষমান তালিকা থেকে সুযোগ পেতে পারেন। জীবীকার জন্য বিদেশের ভালো কোনো সুযোগ পেয়ে যাবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি ): মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে ভালো আয়ের সুযোগ আসবে। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করা যায়। হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা কিছু লাভের আশা করতে পারেন। বকেয়া টাকা আদায়ের ফলে আর্থিক অনিশ্চয়তা কমে আসবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায় ভালো আয়ের সুযোগ আসবে। বকেয়া বিল আদায় করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে জীবন সাথীর সাথে কোনো সাংসারিক বিষয় নিয়ে মান অভিমান ও ভুল বুঝাবুঝির আশঙ্কা। ব্যবসায়ীক বকেয়া টাকা আদায় হতে পারে। অংশিদারী কাজে ঝামেলা কমে আসবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। কর্মস্থলের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে উঠবে। কোনো সহকর্মীর সাথে ভুল বুঝাবুঝি দেখা দেবে। অণৈতিক কাজের জন্য দূর্ণামের আশঙ্কা। কোনো লেনদেনের কারনে আপনি দোষি সাব্যস্ত হতে পারেন। কাজের লোক বা অধিনস্ত কর্মচারীকে কোনো টাকা পয়সা ধার দিতে যাবেন না।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত