ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

সিনেমা থেকে ট্রাম্পের দৃশ্য বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ!

সিনেমা থেকে ট্রাম্পের দৃশ্য বাদ দেয়ায় ক্ষোভ প্রকাশ!

২৭ বছর আগের সিনেমা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিনীত কয়েক সেকেন্ডের একটি দৃশ্য বাদ যাওয়ায় বেজায় চটেছেন তার অনুগামীরা।

১৯৯২সালে মুক্তি প্রাপ্ত জনপ্রিয় হলিউড সিনেমা ‘হোম অ্যালোন ২’ এর একটি দৃশ্যে অভিনয় করেছিলেন ট্রাম্প। তিনি তখন নিউ ইয়র্কের অন্যতম সফল ব্যবসায়ী।

দৃশ্যটিতে দেখা যাচ্ছে, বাবা-মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে ছোট্ট কেভিন ডন জিজ্ঞেস করছে হোটেল লবি কোনদিকে? উত্তরে ট্রাম্প লবির পথ দেখিয়ে দিচ্ছেন।

কানাডার জাতীয় সম্প্রচারক সংস্থা সিবিসি জানিয়েছে, বিজ্ঞাপনের জন্য ট্রাম্পের দৃশ্যটি ছাড়াও মোট আট মিনিট বাদ দেওয়া হয়েছে ওই সিনেমা থেকে।

প্রেসিডেন্টের অনুগামীদের অভিযোগ, এ সব বামপন্থী সম্প্রচারকের চক্রান্ত।

মজা করে টুইট করেছেন ট্রাম্পও। প্রতিবাদে সরব তার ছেলে।

  • সর্বশেষ
  • পঠিত