ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

কালেমা পড়তে পড়তেই ইমামের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৮

কালেমা পড়তে পড়তেই ইমামের মৃত্যু

মসজিদে জুমার খুতবা পড়ার সময় কালেমা পড়তে পড়তে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আবুল আজম ত্বহা নামের একজন ইমাম। ঘটনাটি ঘটেছে মিসরের আল-ওয়ারাক জেলার মসজিদে হাবিবে।

আলজাজিরা আরবি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, খতিব ত্বহা কালেমা পড়তে পড়তে মিম্বর থেকেই নিচে পড়ে যান। তিনি এ মসজিদে দীর্ঘদিন ধরে খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

৬৪ বছর বয়সী এ আলেম প্রায় ৪০ বছর ধরে মিসরের বিভিন্ন অঞ্চলে ইসলামের দায়ী হিসেবে কাজ করে গেছেন। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিলেন তিনি।

তার মৃত্যুর সময়ের সেই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং এটিকে সৌভাগ্যের মৃত্যু বলে আখ্যায়িত করেন নেটিজেনরা।

মুসল্লিরা জানান, খুতবা শুরু করে তিনি হামদ ও ছানার পরই কালিমা পড়া শুরু করেন। তখন তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। উপস্থিত মুসল্লিদের সামনেই খুতবার মিম্বর থেকে নিচে পড়ে যান তিনি।

এই ইমামের পরিবারের তথ্যমতে, ওই দিন পর্যন্ত তিনি পরিপূর্ণ সুস্থ ছিলেন। প্রতিদিনের অভ্যাস মতো খুব ভোরে ঘুম থেকে জেগে তাহাজ্জুদ আদায় করেন তিনি। ফজর আদায় করার পর তিন পারা কোরআন তিলাওয়াত করে পরিবারের সবার সঙ্গে সকালের খাবার খান।

জুমার প্রস্তুতির জন্য গোসল করে বাসা থেকে মসজিদে আসেন। শুক্রবার বাদ আসর অসংখ্য লোকের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পঠিত