ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

পুতিনকে স্যান্ডার্সের হুঁশিয়ারি

মার্কিন নির্বাচন থেকে দূরে থাকুন

মার্কিন নির্বাচন থেকে দূরে থাকুন
বার্নি স্যান্ডার্স

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রুশ প্রেসিডেন্টকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডেমোক্রেট সিনেটের বার্নি স্যান্ডার্স। শুক্রবার ক্যালিফোর্নিয়ার বাকেরসফিল্ডে একটি প্রচারণায় অংশ নেয়ার সময় তিনি এই হুঁশিয়ারি ব্যক্ত করেন।

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মননোয়ন দৌড়ে বেশ এগিয়ে আছেন বার্নি স্যান্ডার্স।

বার্নি স্যান্ডার্স বলেন, ‘গতমাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা আমাদের বলেছেন রাশিয়া ২০২০ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলানোর চেষ্টা করছে। তাই পুতিনকে আমি বলছি, আমেরিকার নির্বাচন থেকে দূরে থাকুন, এতে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না।’

তবে কিভাবে রাশিয়া হস্তক্ষেপ করছে সেটি নিয়ে তিনি পরিষ্কার নন বলে জানান বার্নি স্যান্ডার্স।

এসময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে বার্নি স্যান্ডার্স আরো বলেন, ‘একটি বিষয় পরিষ্কার করতে চাই। আমি রাশিয়ার কার্যকলাপের বিরুদ্ধে। আমি চাই না কোন বিদেশি শক্তি আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করুক।’

এর আগে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, এবারের নির্বাচনেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে চায়। এজন্যই তারা ২০২০ সালের নির্বাচনেও হস্তক্ষেপ করতে চাইছে।

এর আগে ২০১৬ সালেও মার্কিন নির্বাচনে ভোটারদের রাশিয়ার বিরুদ্ধে প্রভাবিত করার অভিযোগ উঠেছিল।

সূত্র: আল জাজিরা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত